আজ মঙ্গলবার | ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১ | ৪ শাবান ১৪৪৬ | সকাল ৭:৪৩

সরব হচ্ছে জাতীয় নাগরিক কমিটি

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্খা নিয়ে সামনে এসেছে জাতীয় নাগরিক কমিটি। চলতি মাসে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী-জনতা নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি নিয়েছে। এই দলে গুরুত্বপূর্ণ অংশীদার হবে জাতীয় নাগরিক কমিটি। ইতোমধ্যে নাগরিক কমিটি নারায়ণগঞ্জে তাদের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। নগরীর নাগরিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকায় রয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের শেষদিকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ব্যাপক সহিংসতা ও হত্যাকাÐের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্খা তৈরি হয়। এরমধ্যেই জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটে। শুরুতে সরাসরি রাজনৈতিক দল হিসেবে আবির্ভাবের গুঞ্জন উড়িয়ে দিলেও সংগঠনটি এখন রাজনৈতিক দলে রূপ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। দেশের অন্যান্য জেলার মতো রাজধানীর নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলাও সংগঠনের কার্যক্রম ইতোমধ্যে গুছিয়ে নিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠন গোছানোর পর তারা নারায়ণগঞ্জের নাগরিক ইস্যুগুলোর দিকে নজর দিয়েছে। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, ছিনতাই, যানজট, মামলা বাণিজ্য, জুলাই অভ্যুত্থানে শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ কয়েকটি দাবিতে রোববার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। সংগঠনটির নেতাদের দাবি, মাঠ পর্যায়েও নানা কর্মসূচি নিয়ে আগামীতে নারায়ণগঞ্জবাসীর পাশে দাঁড়াবেন তারা। ব্যাপক জনসাধারণকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে এসব কর্মসূচি গ্রহণ করা হবে। ফেব্রæয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল আকারে হাজির হবেন তারা। সেই লক্ষ্যে বেশ ভালোভাবেই দল গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সন্তান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। সংগঠনটির নেতাদের সাথে কথা বলে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের সাথে যুক্ত নানা শ্রেণি পেশার তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে তারা। নারায়ণগঞ্জেও সংগঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। ইতোমধ্যে জেলার ৭টি থানায় তাদের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো ইতিমধ্যে তাদের নিজ নিজ এলাকায় কার্যক্রমও শুরু করেছে। জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে পরিচিতি, মতবিনিময় সভা, জুলাই আন্দোলনে নিহত, আহতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পিছিয়ে পরা জনগোষ্ঠীর সাথেও বৈঠক করেছে তারা। আগামীতে সামাজিক, রাজনৈতিক সমস্যা, ইস্যু নিয়েও কাজ করবেন বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি। নভেম্বর থেকে সংগঠনটি থানা পর্যায়ে প্রতিনিধি কমিটি দেয়া শুরু করে। গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা প্রতিনিধি কমিটি গঠন করে সংগঠনটি। পরবর্তীতে ধারাবাহিকভাবে ৭ থানায় কমিটি ঘোষণা করে তারা। একই সাথে জেলার মধ্যে বিভিন্ন কর্মসূচীও পালন করতে থাকে গঠিত কমিটির সদস্যরা। নারায়ণগঞ্জে গঠিত ৭ কমিটির মাধ্যমে ইতিমধ্য প্রায় ৯০০ জন সংগঠনের সাথে সরাসরি জড়িত হয়েছেন। নাগরিক কমিটির কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রেস নারায়ণগঞ্জের সাথে আলাপ হয় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলীর সাথে। তিনিও নারায়ণগঞ্জের সন্তান। শওকত বলেন, “জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকারের পরিবর্তন চায়নি, ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। আমরা তাদের সেই আকাঙ্খা পূরণে তাদের প্রতিনিধিত্ব করছি। ইতোমধ্যে আমরা নারায়ণগঞ্জ জেলায় সবগুলো থানা কমিটি করেছি। ওয়ার্ড পর্যায়ে মুভ করছি, মানুষের সাথে চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন পরিসরে কথা বলছি। তারা বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে নতুন মুখ দেখতে চান। পুরোনো সকলকেই তাদের দেখা হয়ে গেছে। সুতরাং প্রচলিত সিস্টেমের বাইরে বের হওয়ার আকাঙ্খা মানুষের মধ্যে আছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক ইস্যুতে নাগরিক কমিটি সরব ভূমিকায় রয়েছে জানিয়ে এ নেতা আরও বলেন, “নারায়ণগঞ্জের নাগরিক যে ইস্যুগুলো, সমস্যাগুলো রয়েছে, যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যানজট, দুর্বল স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা; এসব বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সাথে কথা বলছি। সংকট ও সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাবে। ইতোমধ্যে নানান কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জে জনগণের মধ্যে সাড়া ফেলেছে জাতীয় নাগরিক কমিটি। আগামী দিনে নারায়ণগঞ্জবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে তারা বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদী স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা