আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৩:০৬
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

অরক্ষতি ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক

ডান্ডিবার্তা | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অরক্ষিত হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহা সড়ক। সুযোগ পেলেই ডাকাত দল গাড়ি থামিয়ে বিভিন্ন ভূমিকায় বা বিভিন্ন পরিচয়ে ডাকাতি করে যাচ্ছে। এতে করে অতিষ্ট হয়ে পড়েছে মহাসড়কের যাত্রীরা। এদিকে মহাসড়কে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে যাত্রীরা। অরক্ষিত হয়ে পড়েছে এ মহাসড়ক দু’টি। ইতিমধ্যে বেশ কয়েকজন ডাকাত গ্রেফতার হলেও এ চক্রের অনেকে রয়েছে ধরা ছুঁয়ার বাইরে। বিভিন্ন সূত্র থেকে যারা গেছে, বন্দরের উত্তরাঞ্চলের শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আলী অন্তরালে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর সংঘবদ্ধ ডাকাত দল। মোহাম্মদ আলী যাত্রীবাহী বাস ডাকাত দলের আঞ্চলিক কমান্ডার।তার নিয়ন্ত্রণে চালিয়ে যাচ্ছে র‌্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ এলাকায় গত দেড় মাসে যাত্রীবাহী বাসে পৃথক তিনটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে এ বাহিনী। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও দুই প্রবাসী সহ তিন ব্যবসায়ীকে বাস থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে প্রায় দেড় কোটি টাকা লুটে নেয়ার ঘটনা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে মোহাম্মদ আলী। গত ১৪ জানুয়ারি দিন দুপুরে প্রকাশ্যে ২১ লাখ টাকা সহ দুই প্রবাসীকে বাস থেকে টেনে হেঁচড়ে নামানোর ধারণকৃত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে পুলিশের। ধারণকৃত ওই ভিডিওতে থাকা শহিদুল ইসলাম মাঝি (৫৪), নেসার উদ্দিন বাচ্চু (৫২) ও বাবুল (৪০) নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। আবু হানিফ (৩৫) ও রাজিব ভূঁইয়া (৩৫) দুই প্রবাসী গত ১৪ জানুয়ারি দুবাই থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তারা একটি প্রাইভেটকার যোগে বাইতুল মোকাররম মার্কেটে এসে ডলার ভাঙ্গান। তার পর রাজধানী ফ্লাইওভার থেকে এশিয়া লাইন (১৪-৭৫৩৩) যাত্রীবাহী বাসে উঠে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন তারা। দুপুর আড়াই টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন জাঙ্গাল এলাকায় আব্দুল মোনেম লিমিটিড গেইটের সামনে বাসটি পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েজ বাসটি গতিরোধ করে ৩/৪ জন লোক র‌্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে। এরপর ডাকাতরা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী রাজিব ভূইয়া ও আবু হানিফের বিরুদ্ধে মামলা আছে বলে বাস থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত হাইয়েজ গাড়িতে তুলে। এসময় প্রবাসীদের সঙ্গে থাকা কালো ও বুলু রংয়ের ব্যাগে থাকা নগদ ৫ হাজার ব্রিটিশ পাউন্ড, ২ হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড, ২টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট সহ ২১ লাখ টাকার মালামাল জোর পূর্বক ছিনিয়ে নিয়ে তাদেরকে ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ২০২৪ সালের ২৮ অক্টোবর রাতে চট্রগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে চন্দন রায় (৫৩) ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিলেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ পৌঁছালে ৪০ ভরি স্বর্ণালঙ্কার সহ হানিফ পরিবহন থেকে নামিয়ে নিয়ে যায় ডাকাতরা। পরে ব্রিজের নিচে ফেলে রেখে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বন্দরে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের ঘটনায় কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদ (৫২) গ্রেপ্তার হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন। গত সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের প্রবাসী আবু হানিফ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই থেকে দেশে ফেরেন। ডলার ভাঙানোর পর দুপুরে এশিয়া লাইন বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হলে বন্দর থানাধীন কেওডালা এলাকায় একটি সাদা রঙের হাইয়েস গাড়ি বাসের গতিরোধ করে। র‌্যাবরে এই কর্মকর্তা আরও জানান, বশির আহমেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ভুয়া র‌্যাব পরিচয়ে দস্যুতার মামলা, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতির দুটি মামলা, ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা, ঝালকাঠি সদর থানায় ডাকাতির মামলা এবং দাউদকান্দি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সোনারগাঁয়ে পুলিশের অভিযানে সাদ্দাম হোসেন নামে এক ডাকাতকে গ্রেপ্তার কার হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ২০ মামলা রয়েছে। গত সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দামকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আটককৃত যুবক হলেন হাবিবপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন। অপরদিকে গত সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভা ঝগড়া এলাকার ওসমানের ছেলে কুক্ষ্যাত ডাকাত রাকিবের বাড়িতে ডাকাতি প্রস্তুতির সময় ৩ ডাকাতকে আটক করে জনতা। এ সময় রকিব পিস্তল দেখিয়ে পালিয়ে যায়, পুলিশ জানায় রাকিবের বিরুদ্ধে হত্যা সহ একাধিক ডাকাতি মামলা রয়েছে আটকৃত সাতগ্রাম ইউনিয়নের চারিগাও গ্রামের বোরহানের ছেলে হিমেল( ২৮) ও একই এলাকার আফজলের ছেলে জয়নাল(৩৫) পুরিন্দা এলাকার তমিজ উদ্দিন এর ছেলে তামিম মোল্লা(৩৪)কে থানায় সোপর্দ করে। বতর্মানে এ সড়কে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা। যাত্রীরা এ মহাসড়ক দু’টিতে নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনর প্রতি জোর দাবি যাত্রীদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা