আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৪:১৮
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

বিয়ের পর পপি গৃহবন্দি

ডান্ডিবার্তা | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বছরখানেক আগে- এমন সংবাদে ঢালিপাড়ায় বেশ শোরগোল পড়েছিল। এবার পপির বিরুদ্ধে তার বোনের করা এক মামলায় আবারও প্রকাশ্যে আসলেন সেই ব্যক্তি। সেসময় নায়িকাকে বিয়ের কথা অস্বীকার করলেও এবার জানালেন, তিনিই পপির স্বামী। কিন্তু কেন তখন পপিকে তিনি অস্বীকার করেছিলেন? বিয়ের পরও কেন লোকচক্ষুর আড়ালে গিয়ে গৃহবন্দি ছিলেন অভিনেত্রী? পপির সঙ্গে যে ব্যক্তির নাম জড়ায় তিনি হলেন পুরান ঢাকার জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি। কামাল তখন বলেন, পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে। ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন। তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে। তবে মামলার জিডি ও ব্যবসায়ী কামালে সা¤প্রতিক বক্তব্য থেকে জানা যায়, তিনিই পপির স্বামী। এছাড়া তাদের চার বছররের একটি পুত্রসন্তানও রয়েছে। নাম আয়াত। জানা যায়, পরিবার চাপের কারণেই নাকি তখন পপিকে প্রকাশ্যে আনতে পারেননি কামাল। তাই ছেলেকে নিয়ে ধানমন্ডিতে বাসায় একপ্রকারের গৃহবন্দি থাকতেন নায়িকা। সেসময় স্বামীর পরিবার পপিকে কোনোভাবেই মেনে নেননি। যদিও এখনও মেনে নিয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন এবং মাঝেমধ্যে ঢাকায়ও আসেন। এদিকে পপির বোনের করা জিডি সূত্রে বলা হয়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। জানা যায়, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে, তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন। স¤প্রতি গণমাধ্যমের হাতে স্বামী-সন্তানের সঙ্গে পপির কিছু ছবি এসেছে। যার একটিতে নায়িকাকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা