আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৩:০৭
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

বন্দর থেকে সোনারগাঁয়ে গিয়ে আমেরিকান প্রবাসী সন্ত্রাসী হামলার শিকার

ডান্ডিবার্তা | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৮ পূর্বাহ্ণ

বন্দরে প্রতিনিধি
বন্দরের আমেরিকান প্রবাসী আরিফ(২৬) সোনারগাঁ বেড়াতে গিয়ে সন্ত্রাসী হামলা ও লুটপাটের শিকার হয়েছে। এ ঘটনায় আহত প্রবাসী আরিফের পিতা মোশারফ হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলেও ২ মাসেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, বন্দরের মুছাপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আরিফ (২৬) আমেরিকান গ্রীনকার্ডধারী প্রবাসী। তিনি ৪ ডিসেম্বর দেশে আসেন। গত ১৯ ডিসেম্বর তিনি সোনারগাঁ বেড়াতে গেলে সোনারগাঁও ডিগ্রী কলেজের সামনে আসলে সোনারগাঁ দমদমা এলাকার সন্ত্রাসী মোঃ রুবেল (৩০), মোগড়াপাড়া এলাকার রাজিব(৩৫)সহ অজ্ঞাত ৬/৭ জন প্রবাসী আরিফকে অপহরণ করে সোনারগাঁয়ের আমতলা এলাকায় জনৈক ইকবালের বাড়ীতে একটি কক্ষে নিয়া আটক করে এবং মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রæব্য তার হাতে দিয়ে ছবি তোলে ও ভিডিও করে। পরে তাকে এলোপাথারী লাঠি দিয়া পিটাইয়া গুরৃতর জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার হাতে থাকা ১টি ডাইমন্ড ষ্টোন সহ ৩ ভরি ওজনের স্বর্নের ব্রেসলেট ৩ ভরি ওজনের ১টি স্বর্নের চেইন, নগদ-১ লাখ টাকা, ১টি ছিনিয়ে নিয়া যায়। প্রবাসী এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ হত্যার চেষ্টা করে। পরবর্তীতে প্রবাসী আটক কক্ষ হতে কৌশলে পালিয়ে এসে প্রাণে রক্সা পায়। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়। এ ঘটনায় আহত প্রবাসীর আরিফের বাবা মোশাররফ বাদি হয়ে ২ জনের নাম উল্লেখসহ আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের ২ মাস পেরিয়ে গেলেও রগস্যজন্ক কারণে পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা