আজ শুক্রবার | ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১ | ২১ শাবান ১৪৪৬ | সকাল ১১:৫২
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

বন্দরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা

ডান্ডিবার্তা | ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর গরু ও জমির মাটি কেটে নিয়ে গেছে সন্ত্রাসী সোহেল বাহিনী। এঘটনায় মুন্না(৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে মদনপুর হেদায়তপাড়া এলাকায় হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা তিনটি গরু ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী সেলিম আহামেদ বাদী হয়ে সন্ত্রাসী সোহেল বাহিনীর প্রধান সোহেলসহ ১২ জনের নাম উল্লেখ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সোহেল(৩২), দিপু (৩১), অপু (২৯), মুন্না (৩০), ফয়সাল (২৫), রাজিব(২৮), শাহজালাল ভূইয়া ওরফে ভাল্লুক (৩২), রাসেল (৩৫), মামুন (৩৫), রেজাউল (৩৮), সজিব (২৫) ও সুমন ওরফে কালু (২৮) কে। জানাগেছে, বন্দর উপজেলা মদনপুর ইউপির হেদায়তপাড়া এলাকার মৃত তোতা মাতবরের ছেলে ব্যবসায়ী সেলিম আহম্মেদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার সন্ত্রাসী সোহেল ও দীপু এবং তাদের বাহিনীর লোকজন। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় গত ৭ ফেব্রæয়ারি রাতে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মদনপুর মৌজাস্থ ব্যবসায়ী সেলিমের মালিকানাধীন ৪৫ শতাংশ নাল জমির মাটি ভেকু দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল। এ ঘটনাটি থানা পুলিশকে অবগত করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত রোববার সকালে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তিনটি গরুসহ ব্যাপক লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে গত রোববার বিকালে ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মুন্না নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, মদনপুরের এক ব্যবসায়ীর মাটি কেটে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা