আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৩:৪০
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

নির্বাচনের প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলি

ডান্ডিবার্তা | ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে অন্তবর্তীকালীন সরকার। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দীর্ঘদিন একতরফা নির্বাচনের প্রতিবাদে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচীগুলোকে এখন সম্পুর্ণ নির্বাচনমূখী করার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিটি দলই আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তাদের নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। বিশেষ করে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশের ন্যায় এই প্রথম নারায়ণগঞ্জবাসীও একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন। তাই এখানকার নতুন ভোটারদের মধ্যে যারা এখনও স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, রাজনৈতিক দলগুলো সেসব তরুনদেরকে উৎসাহিত করাসহ একটি উৎসব মুখর পরিবেশে নিজেদের যোগ্যতা প্রকাশে উদগ্রীব হয়ে আছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের পতনের পর পালিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যসহ একাধিক নেতা স্বপরিবারের বিদেশে পালিয়ে গেলেও দেশের ভিতর আত্মগোপনে আছেন কেউ কেউ। একই সাথে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পতনের সাথে সাথে পতন ঘটেছে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির রাজনীতির। আওয়ামী লীগের লেজুরবৃত্তি করা নারায়ণগঞ্জ জাতীয় পার্টির প্রভাবশালী নেতারা পালিয়ে গেলে তাদের শিষ্য অনেকেই আছেন আত্মগোপনে। এদের মধ্যে বাকিরা আছেন নিস্ক্রিয় ভূমিকায়। তাই গণতন্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদেরকে প্রস্তুত করছেন দলগুলো। একদিকে বিএনপি চাচ্ছেন আগের মতোই নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিএনপির প্রার্থীকে জয়ী করতে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিসসহ নারায়ণগঞ্জের বিভিন্ন ইসলামী দলগুলোও চাচ্ছেন নারায়ণগঞ্জে তাদের যোগ্যতার প্রমাণ দেখাতে। তাদের মধ্যে জোটগতভাবে নির্বাচনেরও প্রক্রিয়া চলছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার সরকার পরিচালনা করেছে। গত ১৫ আমরা নির্বাচনের জন্য আন্দোলন করেছি। যে দল নির্বাচনের জন্য আন্দোলন করে তাদেরতো নির্বাচনের প্রস্তুতি সব সময়ই থাকে, আমরা সব সময়ই নির্বাচন মুখী। একদিনের ঘোষণায়ও নির্বাচনের অংশ নেওয়ার সক্ষমতা এই দলের রয়েছে। নারায়ণগঞ্জের প্রত্যেকটি আসনেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে। আমাদের প্রার্থী সংকট নেই, বরং একাধিক যোগ্য প্রার্থী থাকায় কাকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হবে সেই বিষয়ে নিয়ে একটু চিন্তায় পড়তে হয়। আমাদের দলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য জনপ্রিয়তা সম্পন্ন অনেক প্রার্থী আছে যারা নিজেদের যোগ্যতায়ই এমপি হতে পারে। এর সাথে দলীয় জনপ্রিয়তাতো আছেই। নারায়ণগঞ্জ হলো বিএনপি অধ্যুষিত এলাকা। যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই নারায়ণগঞ্জের ৫টি আসনই বিএনপির ছিল। এবার নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির অভাবনীয় জয় হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি ক্ষেত্রেই একাধিক প্রার্থী থাকার কারণে প্রত্যেকেই নিজেদের যোগ্যতা প্রমাণে প্রতিযোগিতায় নামে। যা আপনাদের কাছে অন্তর্দ্ব›দ্ব বলে মনে হলেও এটা অন্তর্দ্ব›দ্ব না, নিজেদের যোগ্যতা প্রমাণের প্রতিযোগিতা মাত্র। আমাদের মিটিং মিছিলে কিন্তু কোন সংঘাত হয় না। বরং এ ধরণের প্রতিযোগিতায় দল আরও শক্তিশালী হয়, তাই বিষয়টি দলের জন্য খুবই পজিটিভ। যে দলে প্রতিযোগিতা নাই সেই দল মৃত নদীর মতো। জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেইন বলেন, আমরা এরই মধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রার্থীর বিষয়ে একটি প্রাথমিক ঘোষণা দেওয়া আছে। যদিও এটাই চুড়ান্ত না, প্রয়োজনে যেকোন সময়ই পরিবর্তন হতে পারে। তবে আমাদের দল নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নারায়ণগঞ্জে দলীয়ভাবে আমাদের যেকোন সময়ের চেয়ে ভালো প্রস্তুতি আছে। অন্যদিকে জোটগতভাবে নির্বাচন করার বিষয়েও সমমনা ইসলামী দলগুলোর সাথে দলের সর্বোচ্চ ফোরামের আলোচনা চলতেছে জানিয়ে তিনি বলেন, যদি এ ধরণের কোন সিদ্ধান্ত আসে তাহলে আমরা জোটগতভাবেই আসনগুলোতে প্রার্থী দিবো। নির্বাচনের প্রস্তুতিসহ আসন্ন নির্বাচনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে খেলালাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি নির্বাচন মুখী দল। তাই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি অবশ্যই আছে। তবে যেহেতু এতদিন নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি এবং আজকে মাত্র একজন নেতা এই বিষয়ে একটি নির্দিষ্ট মাসের বার্তা পেয়েছি। তাই এখন আমরা বসে বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা ঠিক করবো। নারায়ণগঞ্জের ৫টি আসনে খেলাফত মজলিস প্রার্থী দিবেন কিনা এই বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করবো সমমনা ইসলামী দলগুলো নিয়ে একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে পৌছাতে। তার মাধ্যমেই সিদ্ধান্ত হবে আমাদের প্রার্থীদের বিষয়ে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা