আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | বিকাল ৪:১৪
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

শহরে হকার উচ্ছেদের নামে চলছে কানামাছি খেলা

ডান্ডিবার্তা | ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে হকাররা প্রশাসনের সাথে যেন কানামাছি খেলায় মত্ত হয়েছে। প্রশাসন প্রতিদিন অভিযান চালিয়ে সড়ক থেকে হকার উচ্ছেদ করলেও বিকালে আবার তারা সড়ক ও ফুটপাত দখল করে বসে যায়। প্রশাসন শহরের যানজট মুক্ত লাখার জন্য সড়ক ও ফুটপাতে বসা অবৈধ হকারদের উচ্ছেদ অভিযান চালালেও নগরবাসীর কোন কাজে আসছে না। সেই চির চেনা যানজটের শহর হিসাবেই রয়ে যাচ্ছে। জেলা প্রশাসন সিটি করপোরেশনের সহায়তায় প্রতিদিন শহরে অবৈধ হকার উচ্ছেদ ও অবৈধ পার্কিং উচ্ছেদের জন্য ভ্রমান আদালতের মাধ্যমে অভিযান প্রচালনা করে যাচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কথিত হকার নেতারা কতিপয় রাজনীতিবিদদের ম্যানেজ করে পুনরায় সড়ক ও ফুটপাট দখল করেই যাচ্ছে। গত ৩০ জানুয়ারি শহরের যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন মালিকদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন শহরের যানজট নিরসনে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। সিটি কর্পোরেশনের সহায়তায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন এর নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ রোড ও মীরজুমলা রোডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ, বিজিবি ও জেলা পুলিশের একটি দল। সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন জানান, রাস্তার ওপর যেসব অবৈধ স্থাপনা, বিশেষ করে ভাসমান দোকান-পাট রয়েছে, তা উচ্ছেদ করা হচ্ছে। আমরা পাঁচটি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার টাকা অর্থদÐ প্রদান করেছি। ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। দেখা যায় শহরের চাষাড়া থেকে নিতাইগঞ্জ। মাত্র দুই কিলোমিটার পথ। এটিই নগরীর প্রধান সড়ক। অথচ এই সড়কেই সকাল থেকে নেমে আসে হাজার হাজার যানবাহন। সড়ক ও ফুটপাতে পা ফেলারও জায়গা থাকেনা। ফলে অনেকটা স্থবির হয়ে পড়ে শহর। ঘণ্টার পর ঘণ্টা মরার মতো সড়কে পড়ে থাকে যানবাহন। তীব্র যানজটে নগরবাসীর বেহাল দশা। গত কয়েকমাস ধরে এই চিত্রই নিয়মিত হয়ে উঠে। অন্যদিকে ভুক্তভোগীরা বলছেন, ইজিবাইক অনিয়ন্ত্রনের কারণে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। যত্রতত্র যাত্রী উঠানামা করানো, বিশৃঙ্খলভাবে গাড়ি পার্কিং, উল্টো পথে চলাচল এসবের জন্য এক রকম নগরীর গলার কাটা এই ইজিবাইক। যানজটের আরো একটি অন্যতম কারণ হলো ফুটপাত ও সড়ক দখল করে হকারদের আধিপত্য। নগরীর বি.বি রোড, চেম্বার রোড, সিরাজদৌল্লা রোডসহ প্রায় সকল সড়কেই হকারদের আধিপত্য বিদ্যমান। নারায়ণগঞ্জ হাইস্কুল সংলগ্ন মূল সড়ক দখল করে হাজার দোকান গড়ে উঠেছে। ফুটপাতগুলো খালি না থাকায় নগরীর লক্ষাধিক মানুষ মূল সড়ক ব্যবহার করেই চলাচল করছে। প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। নগরীতে বিকল্প সড়ক ব্যবস্থা না থাকাটাও একটা বড় কারণ যানজটের। প্রতিদিন ব্যক্তিগত, গণপরিবহণ এবং বাণিজ্যিকসহ হাজার হাজার যানবাহন নগরীর এই একটি মাত্র সড়ক ব্যবহার করেই চলতে হয়। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, কেউ কেউ বলে পুলিশ চাইলেই ফুটপাত উচ্ছেদ করে দিতে পারে। কিন্তু এই নারায়ণগঞ্জে দেড় কোটি মানুষের জন্য মাত্র ১৮শ’ পুলিশ। এই ১৮শ’ পুলিশ দিয়ে হিমশিম খাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিআরটিএ, এমআরটিএ, বিআরটিসি, নাগরিক সুধীজন, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে এ নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শহর যানজটমুক্ত ও ফুটপাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। কিন্তু প্রায় প্রতিদিন শহরে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে কিন্তু কোন সুফল বয়ে আনছে না। নগরবাসী বলেন, শুধু জরিমানা করে ছেড়ে দিলে চলবে না। জরিনামার সাথে জেল ও মালামাল জব্দও করতে হবে। তা হলে হয়তো ফুটপাত অনেকটা মুক্ত হলে নগরবাসী চলাচল করতে পারবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা